ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সার্বিয়ার মুখোমুখি ব্রাজিল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৩, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গুরুত্বপূর্ণ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি ব্রাজিল। মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে দু’দল লড়াইয়ে নেমেছ বাংলাদেশ সময় রাত ১২টায়। ‘ই’ গ্রুপে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ের আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে সেলেসাওরা। 

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ষষ্ঠ শিরোপা জয়ের মিশনে রয়েছে। সার্বিয়ার বিপক্ষে সবশেষ এবং একমাত্র খেলায় জিতেছে ব্রাজিল, সেটাতে ১-০ গোলে জিতেছে সেলেকাওরা। ২০১৪ সালের ৬ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাও পাওলোতে মুখোমুখি হয় দুই দল। ৬৭ হাজারের বেশি দর্শকের সামনে স্বাগতিকরা জয় পেয়েছিল। সে সময় ব্রাজিলের কোচ ছিলেন লুইজ ফেলিপ স্কলারি। আর ম্যাচের ৫৮ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেছিলেন ফ্রেড।

ব্রাজিল একাদশ : অ্যালিসন, থিয়াগো সিলভা, মিরান্দা, ফ্যাগনার, মার্সেলো, কৌতিনহো, ক্যাসেমিরো, পওলিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল হেসুস এবং নেইমার।

সার্বিয়ার একাদশ : ভ্লাদিমির স্টোজকোভিক, মিলোস ভেলজকোভিক, নিকোলা মিলেনকোভিক, আলেকজান্ডার কোলারভ (অধিনায়ক), আন্তোনিও রুকাভিনা, অ্যাদেম এলজাজিক, নেমানজা ম্যাটিক, সার্গেই মিলিনকোভিক-সাভিক, আলেকজান্ডার মিত্রোভিক, ফিলিপ কোস্তিক, দুজান তাদিক।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি